নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত সাপ্তাহিক বন্ধের দিনে মাংস বিক্রির অপরাধে ১০ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে। একই অভিযানে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করায় ৫৪ হাজার টাকা জরিমানাও করা হয়।
রবিবার মহানগরীর রিবাবীবাজার, মদিনা মার্কেট ও বন্দরবাজার এলাকায় সিসিকের রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো মতিউর রহমান খান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা রায় ভ্রাম্যামাণ আদালত পরিচালনা করেন।
পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন অনুযায়ী প্রতি রবিবার সিলেট সিটি কর্পোরেশন এলাকায় পশু জবাই ও মাংস বিক্রি বন্ধ থাকার কথা; কিন্তু এই নির্দেশনা অমান্য করে পশু জবাই ও মাংস বিক্রির অপরাধে দায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের ও জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণেও বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করে।
অভিযানে সিলেট মহানগর পুলিশের একটি দল ও সিসিকের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
সিসিকের জনসংযোগ বিভাগ এ তথ্য জানিয়েছে।
Leave a Reply