সিলেট সিটি করপোরেশনের চতুর্থ পর্যায়ের অভিযানেও মহানগরীর কয়েকটি এলাকায় এডিস মশার লার্ভার সন্ধান পাওয়া গেছে।
বুধবার ডেঙ্গু রোগ প্রতিরোধে সিলেট সিটি করপোরেশনের বছরব্যাপী কার্যক্রমের অংশ হিসাবে বিশেষ অভিযানে এডিস মশার উৎসস্থলগুলো চিহ্নিত ও ধ্বংস করা হয়।
মহানগরীর কয়েকটি ওয়ার্ডে সিভিল সার্জন কার্যালয়ের সহায়তায় সিসিকের স্বাস্থ্য বিভাগ এ অভিযান পরিচালনা করে।
২, ১৭ ও ২৬ নম্বর ওয়ার্ডে বিশেষ এই অভিযানে সম্ভ্যাব্য এডিস মশার উৎসস্থল সমূহ পরিদর্শন করা হয়।
২ নম্বর ও ১৭ নম্বর ওয়ার্ডের বেশ কয়েকটি নির্মাণাধীন ভবন, ভবনের ছাদ ও ছাদ বাগান পরিদর্শন করা হয়। তবে কোথাও লার্ভার সন্ধান মেলেনি। তবু অপরিচ্ছন্ন ও ঝোঁপ-ঝাড়ে মশক নিধনে ফগার মেশিন দ্বারা ঔষধ দেয়া হয়।
এদিকে ২৬ নম্বর ওয়ার্ডের ক্বিনব্রিজ সংলগ্ন ভার্থখলা এলাকার স্যানিটারি দোকানগুলোতে এবারও এডিস মশার লার্ভা পাওয়া গেছে।
খোলা স্থানে রাখা স্যানিটারি সামগ্রীতে জমে থাকা পরিষ্কার পানিতে লার্ভা পাওয়া যায়। চিহ্নিত এসব স্থানে লার্ভা ধ্বংসকারী ঔষধ ছিটানো হয়।
সেইসাথে দোকান মালিকদের আবারও সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
Leave a Reply