বিশেষ প্রতিবেদক : সিলেট সিটি কর্পোরেশন-সিসিকের অবৈধ বিলবোর্ড উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে।
এ লক্ষ্যে বুধবার দিনব্যাপী ভ্রাম্যমাণ পরিচালনা করা হয়। এতে দুটি বিলবোর্ড ও একটি ইউনিপুল সাইনের প্যানাফ্লেক্স জব্দ করে বাজেয়াপ্ত করা হয়েছে।
সিসিকের নির্বাহী ম্যাজিস্টেট মো শরিফুজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় সুরমা মার্কেট পয়েন্ট সোবহানিঘাট এলাকায় অভিযান চালানো হয়।
সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব উচ্ছেদ অভিযান প্রত্যক্ষ করেন।
অভিযানকালে মহানগর পুলিশের একটি দল ও সিসিকের ট্যাক্সেসন অফিসার আবদুল আজিজ সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সিসিক গত বছরের মতো এ বছরের শুরু থেকেই অবৈধ ও অনুমোদনবিহীন বিলবোর্ডে উচ্ছেদ কার্যক্রম শুরু করেছে।
গত বছর বিভিন্ন স্থানে বৃহাদাকার বিলবোর্ডের অবকাঠামোও অপসারণ করা হয়।
যেসব বিলবোর্ডের প্যানফ্লেক্স জব্দ করে বাজেয়াপ্ত করা হয়েছে সেগুলো বিলবোর্ডের অবকাঠামোও এই বছর পর্যায়ক্রমে অপসারণ সহ আইনানুগ সকল ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply