সিলেট সিটি কর্পোরেশনের ৫, ৬ ও ৩৫ নম্বর ওয়ার্ডের বর্জ্য অপসারণ কাজে ব্যবহারের জন্যে সুইস কন্ট্যাক্ট ও শেভরন বাংলাদেশ ভ্যানগাড়ি ও ওয়াস্টবিন দিয়েছে।
সোমবার, ৩০ সেপ্টেম্বর বিকেলে নগরভবন প্রাঙ্গণে সুইস কন্ট্যাক্ট ও শেভরন বাংলাদেশের কর্মকর্তাবৃন্দ সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবু আহমদ ছিদ্দীকীর কাছে ৬০টি ভ্যান ও ৫৩০টি ওয়াস্টবিন হস্তান্তর করেন।
এর আগে নগর ভবন সভাকক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবু আহমদ ছিদ্দীকী। বক্তব্য দেন, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো ইফতেখার আহমেদ চৌধুরী, শেভরন বাংলাদেশের পরিচালক মোহাম্মদ ইমরুল কবির, ব্যবস্থাপক খন্দকার তুষারুজ্জামান, সুইস কন্ট্যাক্টের স্মাইল প্রজেক্ট প্রধান মো মকবুল হোসাইন, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা মো জাহিদুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত লে কর্নেল মোহাম্মদ একলিম আবদীন। সংবাদ বিজ্ঞপ্তি