নিজস্ব প্রতিবেদক : সিলেট-৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিব ইশতেহার ঘোষণা করেছেন।
রবিবার দুপুরে সিলেট মহানগরীর মির্জাজাঙ্গালে একটি অভিজাত হোটেলে আহুত সংবাদ সম্মেলনে তিনি তার নির্বাচনী এলাকার উন্নয়নে ৪০টি বিষয়কে প্রাধান্য দিয়ে ইশতেহার ঘোষণা করেন।
নির্বাচনী ইশতেহারে তিনি জেলা সদরসহ অন্যান্য এলাকার সঙ্গে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে দক্ষিণ সুরমা উপজেলায় সুরমা নদীর উপর আরও দুটি সেতু নির্মাণ, সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে স্থানীয় লোক নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে ৫০ ভাগ নিশ্চিত করা ও সুরমার তীরে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে নির্মাণসহ এলাকার উন্নয়নে ৭ দফা কর্মসূচি তুলে ধরেন।
অন্যদিকে নির্বাচনী এলাকাভুক্ত ফেঞ্চুগঞ্জ উপজেলায় ইন্ডাস্ট্রিয়াল পার্ক ও ইপিজেড প্রতিষ্ঠা এবং হাকালুকি হাওরকে এশিয়ার বৃহত্তম পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলাসহ ৮ দফা উন্নয়ন কর্মসূচি ঘোষণা করেন।
সিলেট-৩ আসনের অন্য উপজেলা বালাগঞ্জে উপজেলার জন্যে তার ৮ দফা কর্মসূচিতে, সেখানে একটি কৃষিশিল্প ও কৃষি প্রশিক্ষণ কেন্দ্র ও নদীবন্দর স্থাপন এবং বালাগঞ্জ সরকারি কলেজে অনার্স কোর্স চালুর ঘোষণা দেন।
হাবিবুর রহমান হাবিব এই নির্বাচনী এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে ইপিজেড প্রতিষ্ঠা ও বয়স্কদের জন্য পার্ক নির্মাণসহ আরও ১৭ দফা বিশেষ উন্নয়ন কর্মসূচি তুলে ধরেন।
এসব পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে আসন্ন উপনির্বাচনে তাকে ‘নৌকা’ মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করতে জন্য তিনি এলাকাবাসীর প্রতি অনুরোধ জানান।
Leave a Reply