নিজস্ব প্রতিবেদক : সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ আগামী জাতীয় সংসদ নির্বাচনে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলার একাংশ নিয়ে গঠিত সিলেট-৩ আসনে এলাকার সচেতন ভোটারদের চাওয়া পাওয়াকে মূল্যায়ন করে, দলের নেতাকর্মীদের সাথে রাজনৈতিকভাবে সম্পৃক্ত কোন সুযোগ্য ব্যক্তিকে মনোনয়ন দিতে দলীয় সভাপতি শেখ হাসিনার প্রতি অনুরোধ জানিয়েছেন।
বুধবার দুপুরে মহানগরীর জিন্দাবাজারে একটি হোটেলে আহুত সংবাদ সম্মেলনে নেতারা এই অনুরোধ জানান।
সংবাদ সম্মেলনে এই আসনের সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরীকে প্রতিহিংসা পরায়ণ, আভিজাত্যের অহমিকায় অন্ধ ও পরশ্রীকাতর বলে আখ্যায়িত করা হয়।
তারা তার বিরুদ্ধে নেতাকর্মীদের সাথে অসৌজন্যমূলক আচরণ, ছাত্রদল ও ছাত্র শিবির ক্যাডারদের দিয়ে দলীয় নেতাকর্মীদের উপর হামলা চালানো, স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রার্থীদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ, দক্ষিণ সুরমার উন্নয়নে অনীহা, আওয়ামী পরিবারে কোন্দল সৃষ্টি ইত্যাদি অভিযোগও করেন।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রইছ আলী ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ হোসেন। এছাড়া ভারপ্রাপ্ত সভাপতি সহ অন্যান্য নেতা উপস্থিত ছিলেন।
Leave a Reply