ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে শফিকুর রহমান চৌধুরীর মনোনয়ন দাবি করেছেন।
শুক্রবার সন্ধ্যায় তাজপুরে একটি কমিউনিটি সেন্টারে উপজেলা আওয়ামী পরিবারের এক বিশেষ বর্ধিত সভায় এ দাবি জানানো হয়।
নেতাকর্মীরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের জোয়ার সিলেট-২ নির্বাচনী এলাকার প্রত্যেক ঘরে পৌঁছে দিতে সার্বক্ষণিক রাজনীতিবিদ শফিকুর রহমান চৌধুরীর বিকল্প নেই।
বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী। ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজলু চৌধুরীর পরিচালনায় আরো বক্তব্য রাখেন, আব্দুল হামিদ, পিনাক পানি ভট্টাচার্য, গোলাম কিবরিয়া, ফেরদৌস খান, তফজ্জুল হোসেন, মতিন চৌধুরী, আব্দুস শহীদ ও অ্যাডভোকেট সাজ্জাদুর রহমান।
Leave a Reply