নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে খালেদা জিয়ার প্রার্থী হবার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন।
তিনি বলেছেন, আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বিপক্ষে এ আসনে সিলেটেরই কাউকে খালেদা জিয়া মনোনয়ন দেবেন।
তার বিশ্বাস, বিএনপির একজন সাধারণ কর্মীকে মনোনয়ন দিলেও সেই প্রার্থী জয়ী হবেন।
মঙ্গলবার মহানগরীর সোবহানিঘাটে একটি কমিউনিটি সেন্টারে সিলেট জেলা বিএনপির ইফতার মাহফিলের আগে আলোচনা পর্বে প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য রাখছিলেন।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, আগামী নির্বাচনকে প্রহসনে রূপ দিতে দেখলেই বিএনপি সরকার পতনের আন্দোলন শুরু করবে।
তিনি সরকার পতনের আন্দোলনের প্রস্তুতি নিতে দলীয় নেতাকর্মী বিশেষ করে তরুণ সমাজের প্রতি আহ্বান জানান।
বিএনপি নেতা বলেন, তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, সরকারের দমন-পীড়ন সহ্যের বাইরে চলে গেছে। র্যাব রক্ষী বাহিনীর রূপ নিয়েছে।
তিনি সিলেটে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণও করেন।
আলোচনা পর্বে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম। বিশেষ অতিথি ছিলেন, দলের কেন্দ্রীয় নির্বাহী সদস্য সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ডা সাখাওয়াত হাসান জীবন, সহ সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিম ও কলিম উদ্দিন আহমদ মিলন, নির্বাহী সদস্য ডা শাহরিয়ার হোসেন চৌধুরী, মহানগর সভাপতি নাসিম হোসেইন ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম। পরিচালনায় ছিলেন জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ।
পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ ও শান্তি, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত এবং খালেদা জিয়া ও তারেক রহমানের দীর্ঘজীবন কামনা করে মোনাজাত করা হয়।
Leave a Reply