সিলেট সিটি কর্পোরেশন এবার মহানগরীর শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার এলাকা ও পার্শ্ববর্তী আম্বরখানায় অভিযান চালিয়েছে।
সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত এ অভিযান চালানো হয়।
অভিযানে আম্বরখানায় চায়না মার্কেটের সামনের বর্ধিত অংশে দোকানঘর নির্মাণ করে ব্যবসা পরিচালনা করায় তাৎক্ষণিক তা গুড়িয়ে দেয়া হয়। এছাড়া এলাকার চারপাশের ফুটপাত থেকে অবৈধ ব্যবসা উচ্ছেদ করে মালামাল ও আসবাবপত্র জব্দ করা হয়েছে।
এর আগে মেয়র হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার এলাকার দুই পাশের অবৈধ স্থাপনা, বিলবোর্ড ও দোকানের বর্ধিত অংশ উচ্ছেদ করেন।
এসময় মেয়র আরিফুল হক চৌধুরী এলাকার ব্যবসায়ীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
Leave a Reply