- CORONA UPDATE BANGLADESH ON 20.04.21 : TEST 27056 IDENTIFIED 4559 PERCENT RATE 16.85 DEATH 91 RECOVERY 6811
- CORONA UPDATE BANGLADESH ON 19.04.21 : TEST 24152 IDENTIFIED 4271 PERCENT RATE 17.68 DEATH 112
- CORONA UPDATE BANGLADESH ON 18.04.21 : TEST 19404 IDENTIFIED 3698 PERCENT RATE 19.06 DEATH 102
- CORONA UPDATE BANGLADESH ON 17.04.21 : TEST 16185 IDENTIFIED 3473 PERCENT RATE 21.46 DEATH 101 RECOVERY 5907
- CORONA UPDATE 05.04.21 : SAMPLE TEST 30239 IDENTIFIED 7075 TOTAL 644439 DEATHS 52 TOTAL 9318 RECOVERED 2932 TOTAL 555414
সিলেট হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় র্যাবের অভিযান
Published: 05. Apr. 2021 | Monday

নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ৯ পৃথক পৃথক অভিযান চালিয়ে সিলেট, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া থেকে বিভিন্ন মাদকদ্রব্যসহ ৬ মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
সোমবার দুপুর ১২টার দিকে র্যাব ৯ উপ অধিনায়ক মো শওকাতুল মোনায়েম, এএসপি ওবাইন ও এএসপি আফসান-আল-আলমের নেতৃত্বে সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল সিলেট মহানগরীর পশ্চিম সুবিদবাজারে লাভলী রোড আবাসিক এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি হেমেন্দ্র পালকে (পিতা মৃত বীরেন্দ্র পাল, বড়খলা, তাহিরপুর, সুনামগঞ্জ) গ্রেফতার করে।
এসময় তার নিকট থেকে ২৮৮ লিটার দেশীয় তৈরি চোলাই মদ জব্দ করা হয়।
একই দিন দুপুর পৌণে ১টার দিকে র্যাব-৯ হবিগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল সিনিয়র এএসপি লুৎফর রহমান ও এএসপি কামরুজ্জামানের নেতৃত্বে চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আমতলীবাজার-আমরোড এলাকার অভিযান পরিচালনা করে ১৪ কেজি গাজাঁসহ মাদক কারবারি পিন্টু শীল (পিতা রতন শীল, চান্দুপুর বস্তি, চুনারুঘাট, হবিগঞ্জ) ও মো. শিপন মিয়াকে (পিতা মো, আতাবআলী, চান্দুপুর বস্তি, চুনারুঘাট, হবিগঞ্জ) গ্রেফতার করে।
র্যাব-৯ হবিগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল সিনিয়র এএসপি লুৎফর রহমান ও এএসপি কামরুজ্জামানের নেতৃত্বে রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মগড় ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আইলাবই মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ৫০ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি তাফাজ্জল হোসেন রুবেলকে (পিতা আব্দুল মোতালেব, নিজনগর, মাধবপুর, হবিগঞ্জ) গ্রেফতার করে।
এর আগের দিন সন্ধ্যা পৌণে ৭টার দিকে র্যাব-৯ হবিগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল সিনিয়র এএসপি লুৎফর রহমান ও এএসপি কামরুজ্জামানের নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার আমতলীবাজার-পাইকপাড়া রাস্তায় অভিযান চালিয়ে ৮৬ বোতল ফেন্সিডিল ও ৫ পিস ইয়াবা জব্দ এবং মাদক কারবারি সজিব মল্লিক (পিতা সুধাংশু মল্লিক, দুর্গাপুর, বিজয়নগর, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া) ও মো সাকিবকে (পিতা সামসুদ্দোহা, সাতগাঁও, বিজয়নগর, ব্রাহ্মণবাড়ীয়া) গ্রেফতার করে।
গ্রেফতারকৃত পেশাদার মাদক ব্যবসায়ীদেরকে আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব-৯ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
সর্বাধিক পঠিত খবর
- ‘ক্রীড়াই শক্তি, ক্রীড়ায় মুক্তি’ স্লোগান নিয়ে ক্রীড়া উন্নয়ন সংস্থার আত্মপ্রকাশ
- টানা চতুর্থবার সিআইপি নির্বাচিত হলেন মাহতাবুর রহমান নাসির
- মেহেদী হাসান জনির পরিচালনায় নতুন নাটকে জুটিবদ্ধ হলেন অপূর্ব ও মিথিলা
- নবীগঞ্জের তন্নী হত্যাকাণ্ড : আদালতে দায় স্বীকার করেছে গ্রেফতারকৃত প্রেমিক রানু
- বিশ্বনাথ উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত