সিলেট স্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক সাধারণ সভা-২০১৭ শনিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের আজীবন সদস্য অ্যাডভোকেট এএসএম আব্দুল মুবিনের সভাপতিত্বে এতে বার্ষিক প্রতিবেদন পেশ করেন, সভাপতি অ্যাডভোকেট নূরুদ্দীন আহমদ। পরে এর উপর সাধারণ সদস্যরা আলোচনা করেন।
সাধারণ সভা শেষে শুরু হয় ভোট গ্রহণ। বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলে। নির্বাচন পরিচালনা করেন, নির্বাচন কমিশনের আহবায়ক আইয়ুব আলী এবং সদস্য আহমেদ নূর ও এ কে এম আশরাফ উদ্দিন।
রাত ১টায় নির্বাচন কমিশনের আহবায়ক আইয়ুব আলী নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে বিজয়ীরা হচ্ছেন, সভাপতি অ্যাডভোকেট ই ইউ শহিদুল ইসলাম, সহ সভাপতি মো জামাল ইয়াকুব, সদস্য-অর্থ ও উন্নয়ন বিভাগ অ্যাডভোকেট শাহ মো মোসাহিদ আলী, সদস্য-ব্যবস্থাপনা বিভাগ মোসাদ্দেক কোরেশী (শামীম), সদস্য-ক্রীড়া বিভাগ ফজলে এলাহী চৌধুরী, সদস্য-সাংস্কৃতিক বিভাগ (শিক্ষা, চিত্তবিনোদন ও পাঠাগার) চম্পাকলি দে এবং সদস্য-আপ্যায়ন বিভাগ (সরবরাহ, অতিথিশালা ও গৃহসজ্জা) হারুন আল রশিদ দিপু।
Leave a Reply