নিজস্ব প্রতিবেদক : সিলেটে নানা কর্মসূচিতে বুধবার বিশ্ব দন্ত দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে মহানগরীর শাহজালাল উপশহরে সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজ ও জেনারেল হাসপাতালে শোভাযাত্রা, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকালে ক্যাম্পাস থেকে শোভাযাত্রা বের হয়ে মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ মিলনায়তনে গিয়ে শেষ হয়।
পরে সিলেট ডেন্টাল সার্জন এসোসিয়েশনের উদ্যোগে ও পেপসোডেন্টের সহযোগিতায় অনুষ্ঠিত হয় সেমিনার। এতে অংশ নেন, আল-আমিন এসোসিয়েটস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা এম এ ওয়াহিদ, অর্থ পরিচালক সিলটিভির চেয়ারম্যান জুবায়ের আহমেদ চৌধুরী, সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজ ও জেনারেল হাসপাতালে উপাধ্যক্ষ ড এম এ রকিব, ডা এম এ সাহেদ, ডা নাছির নেওয়াজ, পেপসোডেন্টের ব্র্যান্ড রিটেইলিং কর্মকর্তা সুব্রত বর্মণ এবং সুপারভাইজার বশির উদ্দিন ও আজহার। পরিচালনায় ছিলেন, প্রভাষক ডা রুবেল আহমদ ও খারিজা সাবরিনা।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
Leave a Reply