নিজস্ব প্রতিবেদক : সিলেটে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস পালিত হয়েছে। বৈশ্বিক শান্তি রক্ষায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করতে গিয়ে আত্মদানকারী ও পঙ্গুত্ববরণকারী বীরদের স্মরণ করতে প্রতিবছর এ দিনটি পালন করা হয়।
আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস উপলক্ষে বুধবার সকালে সিলেট সেনানিবাসে শহীদ মেজর কাজী মোসাদ্দেক হোসেন হলে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও সিলেটের এরিয়া কমান্ডার মেজর জেনারেল এস এম শামিম উজ জামান। এছাড়াও সেনা বাহিনী, বিমান বাহিনী, পুলিশ বাহিনী ও জাতিসংঘ প্রতিনিধি বক্তব্য রাখেন। বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।
প্রধান অতিথি মেজর জেনারেল এস এম শামীম উজ জামান বলেন, একত্রিশ বছর ধরে পেশাদারিত্ব, কর্তব্যনিষ্ঠা ও অভিজ্ঞতায় বাংলাদেশের শান্তিরক্ষীরা আদর্শ হিসাবে স্বীকৃতি লাভ করেছে।
তিনি বলেন, জাতির পিতার দূরদর্শিতা, সংবিধানের দিক নির্দেশনা, রাষ্ট্রপতির অনুপ্রেরণা ও প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে বিশ্ব শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের শান্তিরক্ষীদের অবদান উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।
Leave a Reply