নিজস্ব প্রতিবেদক : সিলেট স্কুল অব ইনফেনট্রি অ্যান্ড ট্যাকটিসের কমান্ড্যান্ট মেজর জেনারেল সাইফুল আলম বলেছেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সেনা, নৌ, বিমান ও পুলিশ বাহিনীর সদস্যদের অবদান দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে।
বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারীদের স্মরণে সিলেটে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি বক্তৃতায় তিনি একথা বলেন।
বাংলাদেশ সেনাবাহিনীর সিলেট অঞ্চলের তত্ত্বাবধানে সোমবার সকালে বিকেএসপি মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ড নাজমানারা খানুম ও পুলিশের উপ মহাপরিদর্শক কামরুল আহসান। স্বাগত বক্তব্য রাখেন ৩৬০ ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তাবরেজ শামস। শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতিসংঘ প্রতিনিধি কামরুল আলম।
প্রধান অতিথি মেজর জেনারেল সাইফুল আলম বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে অংশগ্রহণ বিশ্বের প্রভাবশালী রাষ্ট্রগুলোর সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্ক উন্নয়নের সুযোগ করে দিয়েছে।
তিনি বলেন, বঙ্গবন্ধুর হাতে বাংলাদেশের জন্যে এ সুযোগ তৈরি হয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সুযোগকে আরো প্রসারিত করেছেন।
তিনি বলেন, দেশবাসীর দোয়া ও ভালবাসা বাংলাদেশের শান্তিরক্ষীদের অনুপ্রেরণা হয়ে কাজ করছে।
এর আগে অতিথিবৃন্দ পায়রা ও বেলুন উড়িয়ে কর্মসূচি উদ্বোধন করেন।
Leave a Reply