সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের জাতুয়া নামক স্থানে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে ঘটনাস্থলেই ৩ যাত্রী নিহত এবং ২০ জন আহত হয়েছেন।
নিহতদের মধ্যে দুই জনের পরিচয় জানা গেছে। তারা হলেন, সুনামগঞ্জের দিরাই উপজেলার দিরাই-সরমঙ্গল ইউনিয়নের হাসিমপুর গ্রামের শ্যামল প্রাণের সহধর্মিনী মৌসুমী প্রাণ (২৪) ও শাল্লা উপজেলার বাহারা ইউনিয়নের মুক্তারপুর গ্রামের জগদানন্দের সহধর্মিনী রাধারানী (৪৫)। নিহত অপরজন যুবক; কিন্তু তার পরিচয় জানা যায়নি।
বুধবার বিকেল ৩টায় এ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে ছেড়ে আসা (মৌলভীবাজার জ ১১-০২৫৮) যাত্রীবাহী বাসটি সুৃনামগঞ্জ আসার পথে ছাতক উপজেলার জাতুয়া নামক স্থানে আসামাত্র চালক এক হাতে মোবাইল ফোন ধরে কথা বলা সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়।
খবর পেয়ে জয়কলস হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশগুলো উদ্ধার করে এবং আহতদেরকে বিভিন্ন হাসপাতালে পাঠায়। বাসটির চালক ও তার সহকারী পালিয়ে গেছে।
জয়কলস হাইওয়ে পুলিশের এসআই মো শফিকুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply