সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়ক প্রশন্তকরণ এবং দিরাই, জগন্নাথপুর, ছাতক, জামালগঞ্জ ও অন্যান্য উপজেলা সড়ক সংস্কারের দাবিতে দিনব্যাপী পরিবহণ পালিত হয়েছে।
রবিবার ভোর ৬টা থেকে পরিবহণ মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে এই কর্মসূচি পালনকালে যাত্রী সাধারণকে চরম দুর্ভোগ পোহাতে হয়।
জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের মহাসচিব মোহাম্মদ জুয়েল মিয়া জানান, এই রাস্তাগুলো প্রশস্ত না হওয়ায় ঝুঁকি নিয়ে বাস-মিনিবাসগুলোকে চলতে হয়।
জেলা বাস-মিনিবাস পরিবহন মালিক গ্রুপের নেতারা বলেছেন, অবিলম্বে দাবি পূরণ না হলে তারা কঠোর আন্দোলনে যাবেন।
Leave a Reply