বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) ১ কোটি ২১ লাখ টাকার বেশি মূল্যে চোরাই পণ্য আটক করেছে।
রবিবার (১০ নভেম্বর/২৫ কার্তিক) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে।
এসময় ভারতীয় ৪১৮টি শাড়ি, ৩৮টি লেহেঙ্গা, ৪১২ জোড়া জুতা, ৫টি কম্বল, ১১০টি সাবান, ৮৮ বোতল মদ, ৬০ কেজি রসুন, ২টি ট্রলি ও অবৈধভাবে পাথর উত্তোলনকারী ৬টি নৌকাসহ অন্যান্য ভারতীয় পণ্য আটক করা হয়। এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য এক কোটি একুশ লাখ ৭২ হাজার ২০০ টাকা।
সিলেট ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো হাফিজুর রহমান, পিএসসি অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তথ্য বিবরণী