নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে এবং নিরাপদ সড়কের দাবিতে সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন করেছে।
শনিবার বিকেলে কেন্দ্রীয় শহিদমিনারের সামনে এ বিক্ষোভ প্রদর্শন করা হয়। তবে এ সময় শিক্ষার্থীরা যান চলাচলে কোন বাধা দেয়নি ।
কর্মসূচি চলাকালে পুলিশ এক যুবককে আটক করে। এসময় পুলিশ তার পরিচয় জানতে চাইলে সে তা দিতে ব্যর্থ হয়। কেবল তার বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলায় বলে জানায়।
এদিকে দুপুরে নিরাপদ সড়কের দাবিতে জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজের শিক্ষার্থীরা মহানগরীর পাঠানটুলা থেকে মদিনা মার্কেট পর্যন্ত শান্তিপূর্ণ মানববন্ধন করে।
সুনামগঞ্জ শহরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সকালে পুরাতন বাসস্টেশন ও হোসেন বখত চত্বরে সড়ক অবরোধ করে। ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এসময় শিক্ষার্থীরা পুলিশের গাড়ি সহ নানা ধরনের যানবাহন এমনকি মোটর সাইকেল আটকিয়েও রুট পারমিট ও চালকদের লাইসেন্স তল্লাশি করে। কয়েকজন চালকের নিকট থেকে চাবিও আটক করা হয়।
এক পর্যায়ে সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত উপস্থিত হয়ে শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি প্রকাশ করেন।
ঢাকায় বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের প্রতিবাদে ও নিরাপদ সড়কের দাবিতে মৌলভীবাজারে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে।
সকাল থেকে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে খণ্ড খণ্ড মিছিল বের করে শিক্ষার্থীরা। পরে শহরের চৌমোহনায় নিরাপদ সড়কের দাবি সম্বলিত প্ল্যাকার্ড হাতে অবস্থান নেয়।
এছাড়া বিভিন্ন যানবাহনের কাগজপত্রসহ চালকের লাইসেন্স তদারকি করতেও শিক্ষার্থীদের দেখা যায়।
Leave a Reply