সিলেট-সুনামগঞ্জ সড়কে বিআরটিসির বাস চালু রাখা ও প্রতিযোগিতার ভিত্তিতে সরকারি-বেসরকারি উন্নত বাস সার্ভিস নিশ্চিত করা সহ ৪ দফা দাবিতে সিলেটের বিভাগীয় কমিশনার ও পুলিশের উপ মহাপরিদর্শকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।
মঙ্গলবার সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক যাত্রী কল্যাণ পরিষদ এই স্মারকলিপি প্রদান করে। বিভাগীয় কমিশনার মেজবাহ উদ্দিন চৌধুরী ও ডিআইজি কামরুল আহসান স্মারকলিপি গ্রহণ করেন। এর অনুলিপি মহানগর পুলিশ কমিশনার, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জের জেলা প্রশাসক এবং র্যাব-৯ অধিনায়কের কাছে পাঠানো হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সমন্বয়ক অ্যাডভোকেট রাজ উদ্দিন এবং সদস্য ব্যারিস্টার আরশ আলী, অধ্যাপক হায়াতুল ইসলাম আখঞ্জি, সিলেট প্রেসক্লাব ফাউন্ডেশনের সভাপতি আল আজাদ, অধ্যক্ষ সুজাত আলী রফিক, তাহিরপুর সমিতির সভাপতি আডভোকেট আলী হায়দার, বিশ্বম্ভরপুর সমিতির সভাপতি হারুনুর রশীদ, ছাতক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আফজাল হুসেন, বৃহত্তর ময়মনসিংহ সমিতির সাধারণ সম্পাদক তৌফিকুল আলম বাবলু, জগন্নাথপুর সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খসরু, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা, সাধারণ সম্পাদক পিযুষ পুরকায়স্থ টিটু, সাংবাদিক কাউসার চৌধুরী, জামালগঞ্জ সমিতির উপদেষ্টা শাহ জামাল উদ্দিন, মহানগর আওয়ামী লীগের সদস্য আব্দুস সোবহান, অ্যাডভোকেট কাওসার চৌধুরী, সোচ্চার শাল্লার সাধারণ সম্পাদক জ্যোতিষ মজুমদার ও অর্জুন পাল।
এর আগে পদযাত্রা অনুষ্ঠিত হয়।
Leave a Reply