নিজস্ব প্রতিবেদক : ‘মাছ চাষে গড়ব দেশ, বদলে দেব বাংলাদেশ’ এ প্রতিপাদ্য নিয়ে সারাদেশের মতো সিলেটেও জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে।
এ উপলক্ষে বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
এতে অংশ নেন বিভাগীয় কমিশনার ড নাজমানারা খানুম, মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, জেলা প্রশাসক রাহাত আনোয়ার, পুলিশ সুপার মনিরুজ্জামান ও মৎস্য দফতরের উপ পরিচালক মোশারেফ হোসেন।
কোম্পানীগঞ্জেও জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে।
এ উপলক্ষে বুধবার সকাল ১১টায় উপজেলা মৎস্য দফতরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইমরান। প্রধান অতিথি ছিলেন ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিন। সহকারী মৎস্য কর্মকর্তা মো আনিছুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো বাবুল মিয়া, দক্ষিণ রনিখাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো ছিদ্দিকুর রহমান রোকন, উপজেলা কৃষি কর্মকর্তা মো জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো আবু বকর ছিদ্দিক, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শহিদুল ইসলাম, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুর রহমান, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো জাহাঙ্গীর কবির, উপজেলা পল্লী জীবিকায়ন কর্মকর্তা মো শাহ আলম, এফআইভিডিবির সূচনা প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মো আবু কাউছার ও ইউপি সদস্য মো কামরুজ্জামান।
অনুষ্ঠানে সফল মৎস্যচাষী চেয়ারম্যান মো বাবুল মিয়া, চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান ও খাগাইল গ্রামের সামছুদ্দিনকে ক্রেস্ট প্রদান করা হয়। পরে অতিথিবৃন্দ উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে বিপুল উৎসাহ-উদ্দীপনায় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে।
এ উপলক্ষে সুনামগঞ্জ জেলা প্রশাসন ও মৎস্য অধিদফতরের উদ্যোগে মতবিনিময় সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেল ৫টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা শংকর রঞ্জন দাশের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাবিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাবেরা আক্তার, হ্যাচারি কর্মকর্তা অশোক কুমার দাস, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মোস্তাক মিয়া ও জরিপ কর্মকর্তা গিয়াস উদ্দিন।
আলোচনায় অংশ নেন, মোহনা টেলিভিশনের সুনমগঞ্জ জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, দৈনিক আলোকিত বাংলাদেশের প্রতিনিধি এস এ টিভির প্রতিনিধি মাহতাব উদ্দিন, দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি বিন্দু তালুকদার, বাংলাভিশনের প্রতিনিধি মাসুম হেলাল ও দৈনিক বিজয়কণ্ঠের প্রতিনিধি আব্দুশ শহীদ।
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে।
এ উপলক্ষে জেলা মৎস্য অধিদফতরের উদ্যোগে সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, হবিগঞ্জ-৩ আসনের সাংসদ অ্যাডভোকেট আবু জাহির, জেলা প্রশাসক সাবিনা আলম, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, জেলা মৎস্য কর্মকর্তা শাহ এনামুল হক, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা তাসলিমা আক্তার প্রমুখ।
Leave a Reply