নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাদণ্ড দেয়ার প্রতিবাদে দেশব্যাপী মানববন্ধন করা হয়েছে।
এর অংশ হিসেবে সোমবার দুপুরে সিলেটে জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে কেন্দ্রীয় শহীদমিনার এলাকায় মানববন্ধন করা হয়।
কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ হক, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিম, নির্বাহী সদস্য সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী, ডা শাহরিয়ার হোসেন চৌধুরী, জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর সভাপতি নাসিম হোসেইন, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম ও জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ।
সুনামগঞ্জ প্রতিনিধি : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাদণ্ডের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে জেলা বিএনপির উদ্যোগে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সহ সভাপতি আকবর আলী, ফারুক আহমদ, সেলিম উদ্দিন, রেজাউল হক, আনছার উদ্দিন, অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহীন ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক অশোক তালুকদার।
হবিগঞ্জ প্রতিনিধি : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়া ও তারেক রহমান সহ অন্যদের কারাদণ্ডের প্রতিবাদে বিএনপি ঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমাবার সকালে জেলা বিএনপির উদ্যোগে নির্বিঘ্নে শায়েস্তানগর এলকায় এ কর্মসূচি পালিত হয়ছে।
এসময় সংক্ষিপ্ত বক্তৃতায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পৌর মেয়র জি কে গউস বলেন, খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজানো দণ্ড দিয়ে কারাগারে রাখা হয়েছে।
Leave a Reply