নিজস্ব প্রতিবেদক : বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) প্রায় ৮২ লাখ টাকার ভারতীয় উন্নতমানের শাড়ি ও সানগ্লাস আটক করেছে।
সোমবার, ২৪ এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার মন্দিরঘাট এলাকায় অভিযান চালায় ৪৮ বিজিবির একটি টহলদল। এ সময় বিভিন্ন প্রকার ভারতীয় শাড়ি ও সানগ্লাস নিয়ে চোরাকারবারিরা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে; কিন্তু বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে রেখে পালিয়ে যায়।
পরে বিজিবি ৮১ লাখ ৯১ হাজার ৮০০ টাকা মূল্যের এই মালামাল আটক করে।
আটককৃত ভারতীয় চোরাচালানের মালামাল কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলে বিজিবির তথ্য বিবরণীতে জানানো হয়েছে।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মুনতাসির মামুন, পিএসসি ইঞ্জিনিয়ারস জানান, সিলেট ব্যাটালিয়নের গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালান বিরোধী অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
Leave a Reply