সিলেট সীমান্তে ৪১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন-বিজিবির অভিযানে ৭০ হাজার পিস ভারতীয় পাতার বিড়ি (নাসির বিড়ি) আটক করা হয়েছে।
শনিবার বেলা আনুমানিক ৩টার দিকে কানাইঘাট উপজেলার সুরাইঘাট বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় নোয়াখাল কাঁচা রাস্তার উপর মালিকবিহীন অবস্থায় পড়ে থাকা এই বিড়ি আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে সুরাইঘাট বিওপির হাবিলদার মো কামরুজ্জামানের নেতৃত্বে একটি টহল দল এই অভিযান পরিচালনা করে।
একইদিনে বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে লালাখাল বিওপির হাবিলদার মো মিজানুর রহমানের নেতৃত্বে অপর একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর উপজেলার লালাখাল গংগাজুন গ্রামের মাঠে মালিকবিহীন অবস্থায় পড়ে থাকা ৯১ হাজার পিস ভারতীয় পাতার বিড়ি (নাসির বিড়ি) জব্দ করে।
Leave a Reply