সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, স্থানীয় সরকারের উন্নয়নের মূল চালিকা শক্তি হচ্ছে সিটি করপোরেশন। বিশ্বের অনেক উন্নত দেশের নগরগুলোর মধ্যে অন্যতম ব্রিটেনের কার্ডিফ সিটি। এই সিটির সাথে সিলেট সিটি করপোরেশনের সেতুবন্ধন তৈরি হলে একসময় সিলেট সিটি করপোরেশন কার্ডিফের মতো উন্নত একটি সিটি হয়ে উঠবে।
মঙ্গলবার রাতে নগর ভবনে ব্রিটেনের কার্ডিফ সিটি কাউন্সিলের সফররত প্রতিনিধি দলের সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সিসিক কর্মকর্তা চন্দন দাসের উপস্থাপনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কার্ডিফের সাবেক ডেপুটি লর্ড মেয়র ও বর্তমান কাউন্সিলর আলী আহমদ।
সিসিক মেয়র বলেন, সিলেট সিটি করপোরেশন সবসময় লন্ডন সহ বিশ্বের অন্যান্য দেশের প্রবাসীদের সম্মান দিতে প্রস্তুত রয়েছে।
সংবর্ধিত অতিথির বক্তব্যে কার্ডিফ সিটি কাউন্সিলর আলী আহমদ বলেন, কার্ডিফ সিটি কাউন্সিলের সাথে সিলেট সিটি করপোরেশনের কর্মকর্তাদের পেশাগত অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ রয়েছে। এক্ষেত্রে কার্ডিফ সিটি কাউন্সিল সহযোগিতা করবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সিসিকের প্রধান নির্বাহী এনামুল হাবীব, ওয়েলস-সিলেট পার্টনারশিপ কো-অর্ডিনেটর কবীর আহমদ সোহেল, কার্ডিফ সিটির শিক্ষক রেবেকা মৌর ও নিকি বিচ, কমিউনিটি নেতা মো আনা মিয়া, হুসেন আহমদ ও শোয়েব কামালী। এছাড়া সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, এবিএম উজ্জ্বল, রাজিক মিয়া, নির্বাহী প্রকৌশলী নূর আজিজুর রহমান, প্রকৌশলী আলী আকবর, হিসাবরক্ষণ কর্মকর্তা আ ন ম মুনসেফ ও প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমান উপস্থিত ছিলেন।
Leave a Reply