সিলেট সিটি কর্পোরেশনে দুর্যোগ মোকাবেলায় ‘জরুরি পরিচালন কেন্দ্র’ (ইমার্জেন্সি অপারেশন সেন্টার) স্থাপন করা হয়েছে।
সোমবার, ২৫ সেপ্টেম্বর দুপুরে নগর ভবনের ছয়তলায় বিশ্ব ব্যাংকের অর্থায়নে আরবান রেজিলেন্স প্রকল্পে এই কেন্দ্র উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।
আরবান রেজিলেন্স প্রকল্পের আওতায় দুর্যোগ মোকাবেলায় জরুরি পরিচালন কেন্দ্রে যন্ত্রপাতিও প্রদান করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, দুর্যোগ মোকাবেলায় উদ্ধার কাজ ও সহায়তা প্রদান কার্যক্রমে এই কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
যেকোন দুর্যোগে সবধরনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলেও প্রযুক্তি নির্ভর জরুরি পরিচালন কেন্দ্রটি সচল থাকবে। এখান থেকে সরকারের সঙ্গে যোগযোগ ও উদ্ধারকারী সংস্থা সমূহের সঙ্গে সমন্বয় করা যাবে বলে তিনি উল্লেখ করেন।
মেয়র বলেন, এই কেন্দ্রের মাধ্যমে সিসিকের একটি সেন্ট্রাল ডাটাবেজ তৈরি হয়েছে। এখন থেকে এক ক্লিকেই গোটা নগরীর সকল ধরনের তথ্য, সেবা ও উন্নয়ন কাজের অগ্রগতির তথ্য পাওয়া যাবে। ফলে সিলেট সিটি কর্পোরেশন আরও স্বচ্ছ ও নির্ভুলভাবে কাজ করতে পারবে ।
সিসিকের তথ্য কর্মকর্তা সহকারী প্রকৌশলী জয়দেব বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্প পরিচালক ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো আরিফুর রহমান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র, কাউন্সিলর মোহাম্মদ তৌফিক বকস, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, প্রকল্প পরিচালক ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তথ্যাবধায়ক প্রকৌশলী মো আরিফুর রহমান ও সাংবাদিক মুহিত চৌধুরী।
উপস্থিত ছিলেন কাউন্সিলর শান্তনু দত্ত সন্তু, কাউন্সিলর মো আজাদুর রহমান আজাদ, কাউন্সিলর রেজাউল হাসান লোদী, কাউন্সিলর মখলিছুর রহমান কামরান, কাউন্সিলর রেজওয়ান আহমদ, কাউন্সিলর এ বি এম জিল্লুর রহমান, কাউন্সিলর রাশেদ আহমদ, কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ, কাউন্সিলর মো আব্দুল মুনিম, সংরক্ষিত কাউন্সিলর রেবেকা সুলতানা, সংরক্ষিত কাউন্সিলর নাজনিন আকতার কণা, সংরক্ষিত কাউন্সিলর রেবেকা আক্তার, প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফাহিমা ইয়াসমিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা মো জাহিদুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী রুহুল আলম, নির্বাহী প্রকৌশলী আব্দুস সোবহান, লাইসেন্স কর্মকর্তা আসাদুজ্জামান, বস্তি উন্নয়ন কর্মকর্তা আবুল ফজল খোকন ও জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ সহ সিসিকের বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তাবৃন্দ। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply