নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি কর্পোরেশনের ২০১৭-১৮ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে।
সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বৃহস্পতিবার বিকেলে মহানগরীর দরগা গেটে একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ৪৯৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকার এই বাজেট ঘোষণা করেন। এতে আয় ও ব্যয় সমান ধরা হয়েছে।
নতুন বাজেটে আয়ের সবচেয়ে বড় খাত ধরা হয়েছে হোল্ডিং ট্যাক্স। এ খাতে ৪৭ কোটি ৭৯ লাখ ৬৮ হাজার টাকা আয় হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
নগরবাসী হোল্ডিং ট্যাক্স সহ অন্যান্য বকেয়া পরিশোধ করলে এই অর্থবছরে সিসিক নিজস্ব খাতে ৮৩ কোটি ১৭ লাখ ৭৮ হাজার টাকা আয় করবে বলে বাজেটে উল্লেখ করা হয়।
বাজেটে রাজস্ব খাতে ৪৮ কোটি ৮৯ লাখ ৭৮ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে। এর মধ্যে সংস্থাপন খাতে ২২ কোটি ৯১ লাখ টাকা, অবকাঠামো উন্নয়ন খাতে ৩৪ কোটি ৪০ লাখ টাকা ও শিক্ষাখাতে ১ কোটি ৩৩ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে।
মেয়র জানান, সিলেটকে একটি আধুনিক, পরিচ্ছন্ন, যানজটমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে সিসিক কাজ করছে।
সিলেটকে একটি আলোকিত মহানগরী হিসেবে গড়ে তুলতে তিনি সকল মহলের সহযোগিতা কামনা করেন।
Leave a Reply