NEWSHEAD

সিলেট সিটি কর্পোরেশনের প্রাক-বাজেট আলোচনা সভায় শিক্ষাবৃত্তি চালুর দাবি

Published: 25. Jun. 2019 | Tuesday

সিলেট সিটি কর্পোরেশনের অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির উদ্যোগে প্রাক-বাজেট আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে মহানগরীর মিরাবাজারে একটি হোটেলে এর আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন, মেয়র আরিফুল হক চৌধুরী।
সভায় সিসিকের ২০১৯-২০২০ অর্থ বছরের বাজেট নিয়ে আলোচনা করা হয়। এতে উপস্থিত জনপ্রতিনিধি ও সমাজের বিভিন্ন শ্রেণিপেশার নেতৃবৃন্দ নতুন বাজেটে শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া, বস্তি ও অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষাবৃত্তি চালু করা সহ বিভিন্ন খাতে বরাদ্দ বাড়ানোর দাবি জানান।
আলোচনা সভায় সিসিকের অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির চেয়ারম্যান কাউন্সিলর তাকবির ইসলাম পিন্টু ছাড়াও উপস্থিত ছিলেন, প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, সচিব বদরুল হক, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা জাহিদুল ইসলাম।

Share Button
April 2020
M T W T F S S
« Mar    
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

দেশবাংলা