নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ শেষ। এখন চলছে ভোট গণনা। তবে মধ্যরাতের আগে পুরো ফলাফল পাওয়া যাবেনা।
সোমবার সকাল ৮টা থেকে মহানগরীর ২৭টি ওয়ার্ডের ১৩৪টি কেন্দ্রে ভোট্রগ্রহণ শুরু হয়। শেষ হয় বিকেল ৪টায়। কয়েকটি কেন্দ্রে ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ ও জাল ভোট প্রদানের ঘটনা ঘটে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভোটকেন্দ্রে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এবারের সিসিক নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৬ জন। শেষ খবর পাওয়া পর্যন্ত আওয়ামী লীগের বদর উদ্দিন আহমদ কামরান ও বিএনপির আরিফুল হক চৌধুরীর মধ্যে তীব্র লড়াই চলছিল।
অবশ্য দুপুরে এক সংবাদ সম্মেলনে আরিফুল হক চৌধুরী অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন প্রত্যাখ্যান করেন।
Leave a Reply