নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি করপোরেশন নির্বাচনের আর মাত্র এক সপ্তাহ বাকি। এরপরই ভোটগ্রহণ আর ফলাফল ঘোষণা। তাই প্রার্থীদের রাত কাটছে নির্ঘুম। পথচলা ক্লান্তিহীন। কর্মী-সমর্থকরাও বসে নেই। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে মহানগরী। একারণে কোথাও কোথাও আকাশ দেখাও কষ্টকর। মাইকে ভোট ভিক্ষায় কতনা আকুতি। গানে গানে প্রার্থীদের গুণকীর্তন। তবে নির্বাচনী পরিবেশ চমৎকার। সবার প্রত্যাশা, এমনি করেই দিন কেটে যাক।
মেয়র পদে আলোচনার কেন্দ্রবিন্দু আওয়ামী লীগের বদর উদ্দিন আহমদ কামরান ও বিএনপির আরিফুল হক চৌধুরী। দু জনেই সিসিকের সাবেক মেয়র। তারউপর দুই বড় রাজনৈতিক দলের প্রার্থী। তাই এ দুজনের দিকেই ভোটারদের নজর বেশি। প্রার্থী দুজনও দারুণ ব্যস্ত। দলবল নিয়ে ছুটছেন তো ছুটছেনই। ভোটারদের হাতে তুলে দিচ্ছেন নিজের প্রচারপত্র। হাত ধরছেন, কাছে টেনে কথা বলছেন, গলাগলি-কোলাকুলিও বাদ রাখছেন না।
আলোচনায় আছেন নাগরিক ফোরামের মেয়র প্রার্থী বলে দাবিদার জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরও। তবে তাকে ঘিরে আলোচনা মূলত, ভোটগ্রহণের আগেই তিনি নির্বাচন থেকে সরে যাচ্ছেন কি না, যদিও তিনি বারবারই বলছেন, সরবেন না-প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবু কেন জানি, ভোটাররা সংশয়ে ভুগছেন।
Leave a Reply