নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিনে ৩ মেয়র প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে।
সোমবার দুপুর ১২টা থেকে মেয়র পদে মনোনয়নপত্র যাচাই বাছাই শুরু হয়। এতে স্বতন্ত্র প্রার্থী কাজী জসিম উদ্দিন, এহসানুল হক তাহের ও মোক্তাদির হোসেনের মনোনয়নপত্র বাতিল হয় বলে রিটার্নিং কর্মকর্তা আলীমুজ্জামান জানিয়েছেন।
তিনি জানান, মনোনয়নপত্রের সাথে জমা দেয়া ৩০০ ভোটারের নাম-ঠিকানা ও ভোটার নম্বরে মিল না থাকায় এই ৩টি মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের ফলে সিসিক নির্বাচনে মেয়র পদে প্রার্থীর সংখ্যা দাঁড়ালো ৬। এই প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের বদর উদ্দিন আহমদ কামরান, বিএনপির আরিফুল হক চৌধুরী, বিএনপির বিদ্রোহী বদরুজ্জামান সেলিম, ইসলামী আন্দোলনের ডা মোয়াজ্জেম হোসেন খান, সিলেট নাগরিক ফোরামের এহসানুল মাহবুব জুবায়ের ও সিপিবি-বাসদের আবু জাফর।
Leave a Reply