ক্রীড়াঙ্গন প্রতিবেদক : সিলেট জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায়, সিলেট সিক্সার্সের পৃষ্ঠপোষকতায় ও প্রথম বিভাগ ক্রিকেট লীগ কমিটির পরিচালনায় সিলেট সিক্সার্স প্রথম বিভাগ ক্রিকেট লীগ ২০১৮-১৯ শুরু হয়েছে।
রবিবার সকাল সাড়ে ৮টায় টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এর উদ্বোধন করেন, সিলেট সিক্সার্স চেয়ারম্যান সাহেদ মুহিত। উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম। সভাপতিত্ব করেন, প্রথম বিভাগ ক্রিকেট লীগ কমিটির সভাপতি আব্দুর রকিব।
উদ্বোধনী খেলায় অংশ নেয়, জিমখানা ক্লাব ও ইয়ুথ সেন্টার ক্লাব।
Leave a Reply