নিজস্ব প্রতিবেদক : সিলেট সহ সারা দেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যে ত্যাগের মহিমায় সমুজ্জ্বল মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযপিত হচ্ছে।
সিলেটে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই ঐতিহাসিক শাহী ঈদগায় কড়া নিরাপত্তায় ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
এছাড়াও হযরত শাহজালাল (র) দরগা মসজিদ সহ জেলায় প্রায় ৬শ ঈদগা ও মসজিদে ঈদের নামাজ আদায় করা হয়। সবখানেই নিরাপত্তা জোরদার ছিল।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত হযরত শাহজালাল (র) দরগা মসজিদে ঈদের নামাজ আদায় করেন।
বৃষ্টির কারণে অনেক মসজিদে সকালে ঘোষণা দিয়ে ঈদের জামাতের আয়োজন করা হয়।
ঈদের নামাজ শেষে মুসল্লিরা দেশ, জাতি ও মুসলিম উম্মার কল্যাণ কামনা করে মোনাজাত করেন।
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি উপক্ষো করে ধর্মপ্রাণ মুসলমানরা জেলার বিভিন্ন ঈদগা ও মসজিদে ইদুল আজহার নামা আদায় করেছেন।
৩৬০ আউলিয়ার অন্যতম হযরত শাহ মোস্তফা (র) টাউন ঈদগা ময়দানে মৌলভীবাজার পৌরসভার ব্যবস্থাপনায় তিনটি জামাত অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মো শাহ জালাল ও জেলা পরিষদ প্রশাসক আজিজুর রহমান সহ মুসল্লিরা অংশ নেন।
অপর দিকে জাতীয় সংসদের হুইপ শাহাব উদ্দিন বড়লেখা ঈদগায় ও সাবেক চিফ হুইপ আব্দুস শহীদ শ্রীমঙ্গল শাহী ঈদগায় ঈদের নামাজ আদায় করেছেন।
নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।
Leave a Reply