নিজস্ব প্রতিবেদক : সিলেট সহ সারা দেশে মঙ্গলবার বর্ণাঢ্য আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হয়েছে।
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালীন ২১ নভেম্বর বাংলাদেশ সশস্ত্র বাহিনী গঠিত হয়েছিল।
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বিকেলে সিলেট সেনানিবাসে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন, ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল এস এম শামিম উজ জামান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হুইপ সেলিম উদ্দিন, সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আজম খান, জেলা প্রশাসক রাহাত আনোয়ার, পুলিশ সুপার মনিরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশিষ্ট শিল্পীরা গান পরিবেশন করেন।
Leave a Reply