নিজস্ব প্রতিবেদক : সিলেট সহ সারা দেশে নানা কর্মসূচিতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল, ‘নারী পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা, বদলে যাবে বিশ্ব কর্মে নতুন মাত্রা’। এ উপলক্ষে সরকারি ও বেসরকারি উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দিনটি উপলক্ষে বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদফতরের উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রাহাত আনোয়ার। বক্তব্য রাখেন সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক ও তথ্য উপ পরিচালক জুলিয়া যেসমিন মিলি।
নারীমুক্তি কেন্দ্র : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র সিলেট জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদমিনারে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সীমা দত্ত। সভাপতিত্ব করেন জেলা আহবায়ক তামান্না আহমদ। বক্তব্য রাখেন বাসদের জেলা আহবায়ক কমরেড উজ্জল রায়, লক্ষী পাল ও ইশরাত জাহান ইশতা।
এর আগে মহানগরীর রেজিস্ট্রারি মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
উইমেন চেম্বার : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সিলেটে বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে মহানগরীর নয়াসড়ক থেকে শোভাযাত্রা বের হয়ে সিলেট কেন্দ্রীয় শহীদমিনারে গিয়ে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত হয় মানববন্ধন। এতে বক্তব্য রাখেন মিনারা বেগম, ফরিদা আলম, শাহেনা বেগম চৌধুরী ও সাবিনা ইয়াসমিন চৌধুরী রেখা।
মৌলভীবাজার : বর্ণাঢ্য আয়োজনে মৌলভীবাজারে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তোফায়েল ইসলাম। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সাবেক সাংসদ হুসনেয়ারা ওয়াহিদ ও সিভিল সার্জন ডা সত্যকাম চক্রবর্তী। বক্তব্য রাখেন শিশু বিষয়ক কর্মকতা মো জসিম আহমদ।
জেলা প্রশাসক ও জেলা মহিলা বিষয়ক অধিদফতর আয়োজিত অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা ছিলেন জাস্টিস ফর অল মৌলভীবাজার ও সিলেট যুব একাডেমি।
Leave a Reply