নিজস্ব প্রতিবেদক : আজ মঙ্গলবার তথ্য প্রযুক্তি দিবস। সারা দেশে বর্ণিল আয়োজনে দিনটি উদযাপনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
সিলেটে বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসনের সহযোগিতায় তথ্য প্রযুক্তি দিবস উদযাপন করছে। দিনের কর্মসূচিতে রয়েছে, বিকেল ৩টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা ও মহানগরীর রিকাবীবাজারে জেলা স্টেডিয়ামের বাস্কেট বল মাঠে ‘কনসার্ট ফর আইসিটি’। ইতোমধ্যে মঞ্চ নির্মাণ সহ সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার আজম খান ও সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব সকালে প্রস্তুতি কাজের অগ্রগতি প্রত্যক্ষ করেন।
শোভাযাত্রাটি মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা স্টেডিয়ামে যাবে। এতে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কর্মী-সংগঠকরা অংশ নেবেন।
Leave a Reply