নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট সহ দেশের ছেষট্টি জায়গায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম উদ্বোধন করেছেন।
রবিবার দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি ৬টি জেলা যুব প্রশিক্ষণ কেন্দ্র এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে নির্মিত মাল্টি স্পোর্টস ইনডোর কমপ্লেক্সও উদ্বোধন করেন।
সিলেটে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের আয়োজন করা হয়। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমদ সেলিম।
Leave a Reply