নিজস্ব প্রতিবেদক : সিলেট সহ সারাদেশে ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ৫ দশমিক ৫ ছিল বলে ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা গেছে।
মঙ্গলবার বিকেল ৩টা ১০ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। এ সময় পুরো মহানগরী জুড়ে আতংক ছড়িয়ে পড়ে। সবাই রাস্তায় ও খোলা মাঠে ছুটে যাবার চেষ্টা করেন। অনেকে ভয়ে আর্ত চিৎকার শুরু করেন।
এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের ত্রিপুরা। প্রায় দুই মিনিট স্থায়ী ভূমিকম্পে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পের পর থেকে প্রায় ১৫ মিনিট মোবাইল যোগাযোগ বিচ্ছিন্ন ছিলো।
Leave a Reply