নিজস্ব প্রতিবেদক : সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী বিপুল উৎসাহ-উদ্দীপনায় সিলেট সহ সারাদেশে উদযাপিত হয়েছে।
শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে প্রতিবছর নানা কর্মসূচিতে দিনটি উদযাপন করা হয়ে থাকে।
এ উপলক্ষে শুক্রবার সকালে সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে মহানগরীর মির্জাজঙ্গাল এলাকায় মনিপুরী রাজবাড়ি থেকে বর্ণাঢ্য নগর পরিক্রমা বের হয়। সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এর উদ্বোধন করেন। এ সময় মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল ও জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি বিরাজ মধাব চক্রবর্তী সহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
এছাড়া বিভিন্ন মন্দিরে গীতাপাঠ, কৃষ্ণপূজা, আলোচনা সভা, কীর্তন ও প্রসাদ বিতরণের আয়োজন করা হয়।
সুনামগঞ্জ প্রতিনিধি : শ্রীকৃষ্ণের ৫২২৪তম শুভ জন্মতিথি উপলক্ষে সুনামগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে শ্রী শ্রী জন্মাষ্টমী পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখা যৌথভাবে শ্রী শ্রী কালিবাড়ি নাট মন্দির থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে।
পরে নাট মন্দিরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ। বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক আব্দুল আহাদ, পৌর মেয়র নাদের বখত, অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন নবী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি নৃপেশ তালুকদার নানু, শিক্ষাবিদ যোগেশ্বর দাস ও জেলা হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি দীপক ঘোষ। সভাপতিত্ব করেন, জেলা জান্মাষ্টমী পরিষদের সভাপতি অ্যাডভোকেট গৌরাঙ্গ পদ দাস।
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে নানা কর্মসূচিতে সনাতন ধর্মবলম্বীদের শ্রী শ্রী ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার সকালে জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে শ্রী শ্রী নতুন কালীবাড়ি প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এতে শহরের সনাতন ধর্মীয় বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠদের সদস্য সহ ভক্তরা অংশগ্রহণ করেন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পিযূষ কান্তি সেন, সাধারণ সম্পাদক পংকজ রায় মুন্না, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমেষ দাশ যীশু, জন্মাষ্টমী উদযাপন পরিষদ সভাপতি নির্মল দেব ও সাধারণ সম্পাদক প্রিয়তোষ পাল।
এছাড়া পূজা অর্চনা, দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা, ধর্মীয় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে শ্রীকৃঞ্চের জন্মাষ্টমী নানা কর্মসূচির মাধ্যমে উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার সকালে শহরের রামকৃঞ্চ মিশন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে।
সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবু জাহির শোভাযাত্রার উদ্বোধন করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ, পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বিশাল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শোভাযাত্রায় সর্বস্তরের মানুষের ঢল নামে। মাধবপুর ছাড়াও পার্শ্ববর্তী বিজয়নগর উপজেলার ভক্তরা এতে যোগ দেন।
শুক্রবার সকালে জন্মাষ্টমী কর্মসূচির উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনূভা নাশতারান। উদ্বোধনী পর্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌর মেয়র হিরেন্দ্র লাল সাহা, থানার ওসি কে এম আজমিরুজ্জামান, উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, শ্রীধাম দাশ গুপ্ত, মুক্তিযোদ্ধা সুকোমল রায়, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি হরিশ চন্দ্র দেব, মনোজ পাল, পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনিল দাস, সাধারণ সম্পাদক লিটন রায়, পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি প্রমোদ মালাকার, সাবেক কাউন্সিলর দুলাল মোদক, শংকর পাল ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা সাধারণ সম্পাদক রাজীব দেব রায় রাজু।
পরে ঝুলন মন্দির প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।
Leave a Reply