নিজস্ব প্রতিবেদক : অবিলম্বে সিলেট সহ সারাদেশে গ্যাস সংযোগ চালুর দাবিতে মানববন্ধন করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে গ্যাস সংযোগ বন্ধ প্রতিরোধ আন্দেলন, সিলেটের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
সংগঠনের আহ্বায়ক সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ধীরেন সিংহের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক বাসদ সমন্বয়ক আবু জাফরের সঞ্চালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার আরশ আলী, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ই ইউ শহিদুল ইসলাম শাহিন, সুশাসনের জন্য নাগরিক-সুজনের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, ন্যাপ সাধারণ সম্পাদক এম এ মতিন, সিপিবি নেতা ডা বীরেন্দ্র চন্দ্র দেব, জাসদ সাধারণ সম্পাদক কে এ কিবরিয়া চৌধুরী, মহানগর সাধারণ সম্পাদক গিয়াস আহমদ, বাসদ নেতা প্রণব জ্যোতি পাল, বাসদ মার্কসবাদীর নেতা সুশান্ত সিনহা, ওয়ার্কার্স পার্টির নেতা ইন্দ্রানী সেন শম্পা ও জালালাবাদ কন্ট্রাক্টর এসোসিয়েশন নেতা আমিনুর রহমান।
Leave a Reply