নিজস্ব প্রতিবেদক : পরীক্ষার আগে প্রশ্ন ফাঁসের ফলাফল ও প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও প্রশ্ন ফাঁস রোধে কার্যকর উদ্যোগ গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপর চাপ সৃষ্টির লক্ষ্যে জনমত গঠনে সিলেট সহ দেশের ৪৫টি এলাকায় মানববন্ধন করা হয়েছে।
সচেতন নাগরিক কমিটি এই কর্মসূচির ডাক দেয়। সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয় সকাল ১১টায় কেন্দ্রীয় শহিদমিনার প্রাঙ্গণে। এতে শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
সনাক সিলেটের সভাপতি আজিজ আহমদ সেলিমের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, ব্যারিস্টার আরশ আলী, অ্যাডভোকেট ইরফানুজ্জামান চৌধুরী, কবি এ কে শেরাম, কবি এনায়েত হাসান মানিক ও অ্যাডভোকেট মোহিত লাল ধর। পরিচালনায় ছিলেন, টিআইবির আঞ্চলিক ব্যবস্থাপক কমল কৃষ্ণ সাহা।
Leave a Reply