নিজস্ব প্রতিবেদক : সিলেটে ‘সবাই মিলে দেব কর, দেশ হবে স্বর্নিভর’ এই প্রতিপাদ্য নিয়ে বিশাল পরিসরে সপ্তাহব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে।
এর আয়োজন করেছে কর অঞ্চল, সিলেট। একই সাথে দেশের অন্যান্য বিভাগীয় শহরেও সপ্তাহব্যাপী আয়কর মেলা আরম্ভ হয়েছে।
মঙ্গলবার দুপুরে সিলেট মহানগরীর রিকাবীবাজার মোহাম্মদ আলী জিমনেসিয়ামে আয়কর মেলার উদ্বোধন করেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ-উস সামাদ চৌধুরী কয়েস।
আয়কর মেলায় ই-টিআইএন বুথ, অনুসন্ধান কেন্দ্র, নতুন করদাতাদের সহযোগিতায় হেল্প ডেস্ক, রিটার্ন বুথ, কাস্টমস ভ্যাট স্টল এবং ব্যাংকের দুইটি বুথ রয়েছে।
আয়কর রিটার্ন জমা নেয়ার পাশাপাশি কর প্রদানে জনগণকে উৎসাহিত করতে এই মেলার আয়োজন করা হয়েছে।
Leave a Reply