সিলেট সরকারি মহিলা কলেজ অ্যালামনাই এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
একই দিন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করায় অধ্যাপক শামীমা চৌধুরী ও সাবেক উপাধ্যক্ষ ফাহিমা জীন্নুরায়েনকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়।
শুক্রবার সকালে শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সিলেট সরকারি মহিলা কলেজ অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এ জেড রওশন জেবীন রুবা। কুমকুম হাজেরা মারুফার পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত দুই শিক্ষাবিদ ছাড়াও বক্তব্য রাখেন, নাজনীন হোসেন, সালমা বাছিত ও শামসুন নাহার মিনু।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিলকিস নূর, এ জেড লায়লা জেবীন শামীমা, রায়হানা চৌধুরী ফেন্সী, দিলওয়ারা বেগম চৌধুরী, ফরিদা নাসরীন, নাজমা খাতুন চামেলী, হাসিনা মহিউদ্দীন, তাহেরা নুসরাত জাহা চৌধুরী, নাসিমা চৌধুরী, দিলোয়ারা বেগম চৌধুরী, রেহানা পারভীন রেনু, মুক্তা চৌধুরী, সামিয়া চৌধুরী, অ্যাডভোকেট আরিফা সুলতানা পপি, সুকরানা বেগম, রীমা দাস, হোসনে আরা কামালী, জেসমিন সুলতান জেসি, নীলাঞ্জনা যুঁই, নন্দিতা দত্ত, সাবিহা সুলতানা, শারমিন জাহান জুঁই, তাহমিনা আহমেদ তানিয়া, শৈলী সমাদ্দার, শাহনাজ বেগম, মরিয়ম জামিলা জেরিন, রুবি বেগম, জান্নাত আরা খান পান্না, মুক্তি বড়ুয়া, ডা দিলরুবা শাহনাজ পুতুল, রোহেনা দিপু, কাজী তাহরীমা সুলতানা লিনা, মিত্রা কর, দ্বীনা হোসেন চৌধুরী, সারমিন জাহান সুমি প্রমুখ।
Leave a Reply