সিলেট সরকারি মহিলা কলেজের নবনির্মিত দৃষ্টিনন্দন প্রধান ফটক উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুরে ফটকটি উদ্বোধন করেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন, সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হায়াতুল ইসলাম আকঞ্জী ও উপাধ্যক্ষ ফাহিমা জিন্নুরাইন সহ শিক্ষক-শিক্ষার্থী ও সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ।
সিলেট সিটি কর্পোরেশনের চলমান সড়ক প্রশস্তকরণ প্রকল্পের আওতায় সরকারি মহিলা কলেজের পুরাতন সীমানা প্রাচীর ও প্রধান ফটক ভাঙ্গতে হয়। তবে সিসিক নিজস্ব উদ্যোগে নতুন করে সীমানা প্রাচীর ও প্রধান ফটক নির্মাণ করে দিয়েছে।
Leave a Reply