নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীর উপকণ্ঠ লাক্কাতুরা এলাকায় সদ্য প্রতিষ্ঠিত সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে পার্শ্ববর্তী এলাকা ও চা বাগানের শিক্ষার্থীদের জন্যে কোটা চালুর দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল সাড়ে ৩টায় লাক্কাতুরায় অবস্থিত নতুন এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশপথে চা বাগান শিক্ষা অধিকার বাস্তবায়ন পরিষদ এই কর্মসূচির আয়োজন করে।
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন অধীর বাউড়ি। বক্তব্য রাখেন বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় আহ্বায়ক হৃদেশ মোদী, চা বাগান শিক্ষা অধিকার বাস্তবায়ন পরিষদের সংগঠক সঞ্জয় কান্ত দাস, রানা বাউড়ি, রিপন, মাছুম আহমদ প্রমুখ।
বক্তারা বলেন, সিলেট সরকারি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার সময় বলা হয়েছিল, এতে আশেপাশের এলাকা ও চা বাগানের শিক্ষার্থীরা লেখাপড়ার বিশেষ সুযোগ পাবে; কিন্তু বাস্তবে তা হয়নি।
তারা পিছিয়ে থাকা জনগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্যে নতুন এই শিক্ষা প্রতিষ্ঠানে কোটা চালুর মাধ্যমে বিশেষ সুযোগ সৃষ্টির দাবি জানান।
বিক্ষোভ সমাবেশ শেষে একটি মিছিল এলাকা প্রদক্ষিণ করে।
Leave a Reply