সাংস্কৃতিক প্রতিবেদক : ‘সাহিত্য ও শিল্পের কাজ মানুষের হৃদয়ে প্রবেশ করা মনকে শুধু মুগ্ধ নয় হৃদয়কেও জাগিয়ে তুলে’ এই স্লোগানকে সামনে রেখে সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষা ও সাংস্কৃৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে নিজস্ব ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের উপ পরিচালক জাহাঙ্গীর কবির আহাম্মদ। প্রধান শিক্ষক বাবলী পুরকায়স্থের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের বিদ্যালয় পরিদর্শক নিজাম উদ্দিন, জেলা শিক্ষা কর্মকর্তা গুলজার আহমদ খান, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র দেবনাথ ও সিলেট সরকারি উচ্চ বিদ্যালয় লাক্কাতুরার প্রধান শিক্ষক জহুর আহমদ।
Leave a Reply