নিজস্ব প্রতিবেদক : অমর একুশে উপলক্ষে সিলেট সমাজসেবা কার্যালয়ে ইনক্লুসিভ বিদ্যালয়ের ৪০ জন অনাথ শিশু শিক্ষার্থী ও সিলেট আর্ট এন্ড অটিস্টিক স্কুলের ১০ জন শিক্ষার্থী প্রায় এক কিলোমিটার রাস্তায় আল্পনা এঁকেছে।
মহানগরীর বাগবাড়ি এলাকায় সমাজসেবা কমপ্লেক্সে আঁকা এই আল্পনা মঙ্গলবার সন্ধ্যায় উদ্বোধন করেন, জেলা প্রশাসক রাহাত আনোয়ার। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক শহিদুল ইসলাম চৌধুরী ও মোহাম্মদ আব্দুল্লাহ, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক সৈয়দা ফেরদাউস আক্তার, উপ পরিচালক নিবাস রঞ্জন দাস ও আব্দুর রফিক এবং জ্যেষ্ঠ সাংবাদিক ইকরামুল কবির।
Leave a Reply