নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট সফর সফলে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন।
রবিবার দুপুরে মহানগরীর মির্জজাঙ্গালে একটি অভিজাত হোটেলে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এই সহযোগিতা চান।
অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ শেখ হাসিনার সরবকারের আমলে সিলেটে সাধিত উন্নয়ন কাজ তুলে ধরে বলেন, এর আগে কখনো এত উন্নয়ন হয়নি।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের জেলা সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী সদস্য এস এম কামাল হোসেন, বদর উদ্দিন আহমদ কামরান, জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ ও প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব সাইফুজ্জামান শিখর।
Leave a Reply