নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট সদর ও ফেঞ্চুগঞ্জ সহ দেশের ১০টি উপজেলায় ‘শতভাগ বিদ্যুতায়িত উপজেলা কর্মসূচি’ উদ্বোধন করেছেন।
রবিবার দুপুরে গণভবন থেকে তিনি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এই কর্মসূচি উদ্বোধন করেন।
এ উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সুধী সমাবেশের আয়োজন করা হয়। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী ও আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, বিভাগীয় কমিশনার ড নাজমানারা খানুম, পুলিশের উপ মহাপরিদর্শক কামরুল আহসান, মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ।
প্রধানমন্ত্রী জেলা প্রশাসক রাহাত আনোয়ার ও চা শ্রমিক নেতা রাজু গোয়ালার সাথে কথা বলেন।
Leave a Reply