ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত উপজেলাগুলোতে সিলেট জেলা আওয়ামী লীগের ত্রাণ বিতরণের অংশ হিসেবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো নাসির উদ্দিন খানের নেতৃত্বে শুক্রবার, বন্যা উপদ্রুত সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নে খাদিম সিরামিকসের সহযোগিতায় এবং জৈন্তাপুর উপজেলার দরবস্ত ও চারিকাটা ইউনিয়নে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য গোলাপ মিয়ার সহযোগিতায় ত্রাণ বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রমে সংক্ষিপ্ত আলোচনায় সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো নাসির উদ্দিন খান বলেন, সরকার সিলেটের বন্যার্ত মানুষের সহায়তার জন্য পর্যাপ্ত ত্রাণসামগ্রী ও নগদ অর্থ বরাদ্দ করেছে, যা স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে এলাকার মানুষের মাঝে বিতরণ শুরু হয়েছে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের আইন সম্পাদক অ্যাডভোকেট মো আজমল আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, উপদপ্তর সম্পাদক মো মজির উদ্দিন, কার্যনির্বাহী কমিটির সদস্য কামাল আহমদ, গোলাপ মিয়া এবং সিলেট সদর উপজেলা ও জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply