সিলেট গোল্ডেন হার্ভেস্ট লিমিটেডের হেড অব প্লান্ট ইঞ্জিনিয়ার রবিউল ইসলামের ব্যক্তিগত উদ্যোগে গোয়াইনঘাট উপজেলার হাজী মদরিছ আলী উচ্চ বিদ্যালয় ও বিন্নাকান্দি উচ্চ বিদ্যালয় এবং সিলেট সদর উপজেলার সাহেবের বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের ৩০ জন সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীর মাঝে উপবৃত্তি বিতরণ করা হয়েছে।
বুধবার হাজী মদরিছ আলী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই উপবৃত্তি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সিলটিভির ব্যবস্থাপনা পরিচালক ও বন্ধু লাইব্রেরী এন্ড পাবলিকেশনের স্বত্বাধিকারী মাহবুবুল আলম মিলন। প্রধান বক্তা ছিলেন, উদ্যোক্তা ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, সিলেট গ্যাস ফিল্ডস হরিপুরের উপব্যবস্থাপক মেহেদী হাসান মিলন। সভাপতিত্ব করেন, হাজী মদরিছ আলী উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক মোক্তার আহমদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, একই শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক এনামুল হক ও কুতুব উদ্দিন, শিক্ষক হাফিজুর রহমান, আয়েশা খাতুন ও আব্দুর রাজ্জাক এবং সাহেবের বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শামসুর রহমান।
এছাড়াও হাজী মদরিছ আলী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী নাজমুল ইসলাম ও নবম শ্রেণির শিক্ষার্থী নাদিয়া আক্তার অনুভূতি ব্যক্ত করে।
Leave a Reply